আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগে পাওয়া গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া এলাকায় আব্দুল আজিজের মৎস্য চাষ পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক ব্রæট মা মাছ মরে বিনষ্ট হয়েছে।
মটপুকুরিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, তার হ্যাচারীতে মাছের ডিম উৎপাদনের জন্য একটি পুকুরে ব্রæট মা পাঙ্গাস মাছ চাষ করছিলেন।
শুক্রবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষ দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্রæট মা পাঙ্গাস মাছ মেরে ফেলে। শনিবার সকাল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে মাছ মরে যাবার দৃশ্য চোখে পড়ে। পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে হ্যাচারী মালিক দাবী করেন।
এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে (ওসি) রেজাউল করিম জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.