আদমদীঘিতে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিল (৫৮) নামের শাপলা হাউজের এক নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার ( ৩ মে) ভোর ৪ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। আবু বক্কর ছিদ্দিক ওরফে জলিল আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর দক্ষিনপাড়ার রইছ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। সে বিষপানে নাকি মাদক সেবনে মারা গেছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির শিবপুর দক্ষিনপাড়ার আবু বক্র ছিদ্দিক ওরফে জলিল ফায়ার সার্ভিস স্টেশনের নিকট শাপলা পাম্প হাউজে নৈশ প্রহরীর কাজ করতো।
মঙ্গলবার (২ মে) দিবাগত রাত সাড়ে ৯টায় শাপলা পাম্প হাউজে রাতের ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় পরদিন গতকাল বুধবার ভোর ৪টায় মারা যায়। সেখানে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আবু বক্কর ছিদ্দিক বেশ কিছু দিন যাবত মাদকাসক্ত হয়ে পড়েছিল বলে এলাকাবাসি জানায়।
আবু বক্করের ছেলে নাইম দাবী, তার বাবাকে ওই পাম্পে ডিউটিরত অবস্থায় কেউ বিষাক্ত কিছু খাইয়ে অসুস্থ করায় সে মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিটিসি নিউজকে জানান, ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে প্রকৃত মৃত্যু রহস্য জানা যাবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.