আদমদীঘিতে তিন দিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা সাড়ে ১২ হাজার টাকা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে করোনা সংক্রমনে লকডাউন উপেক্ষা করে মাস্ক বিহীন ঘোরাফেরা ও খাবার দোকানে মূল্য তালিকা না থাকা ও ঢেকে না রেখে বেচা-কেনা করার অপরাধে ৩ দিনে ১২টি মামলায় ১০হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত রোববার, সোমবার ও আজ বুধবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানাযায়, গত তিন দিনে আদমদীঘি ও সান্তাহারে বিভিন্ন স্থানে নির্বাহি ম্যাজিস্ট্রেট ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন উপেক্ষা করে মাস্ক পরিধান না করা ও খাবার দোকানে মূল্য তালিকা না থাকা ও ঢেকে না রেখে বেচা-কেনা করার অপরাধে ১২টি মামলায় ১০হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও নির্বাহি অফিসার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.