আদমদীঘিতে তথ্য অফিসের উদ্যোগে এসডিজি অর্জন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  গনসংযোগ অধিদপ্তরের অধিনে বগুড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সকল সেক্টরে ব্যাপক অর্জন, এসডিজি, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নারী ও শিশুর প্রতি সহিংসতা, গুজব, মাদক, ইভটিজং, সন্ত্রাস বাল্যবিয়ে প্রতিরোধসহ ভিশন-২০২১-২০৪১ এর লক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্টানে সভাপতিত্বে করেন বগুড়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক আলহাজ¦ মনজু আরা বেগম।

আরও বক্তব্য রাখেন, জেলা সহকারি তথ্য কর্মকর্তা আব্দুর রহিম, জুলফিকার আলি, গোলাম আম্বিয়া লুলু প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.