আদমদীঘিতে ঢাকা ফেরত এক নারী করোনা পজিটিভ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ঢাকা ফেরত রোখসানা বেগম (৪৫) নামের এক নারী করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: শহীদুল্লাহ দেওয়ান রোখসানার করোনা নমুনা পরীক্ষা ফলাফলে পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেন। রোখসানা বেগম আদমদীঘির উথরাইল গ্রামের মৃত নিজাম উদ্ধীনের স্ত্রী।

নিজাম উদ্দীন ঢাকা সিকিউরিটি গার্ডের চাকুরি করতো। সেখানে সে স্ত্রী রোখসানাসহ ভাড়া বাসায় ছিল।

গত ১৪ জুন রোববার নিজাম উদ্দীন শরীরে জ¦র সর্দি কাশিসহ নানা উপসর্গ দেখা দিলে স্ত্রী রোখসানাকে নিয়ে ঢাকা থেকে উপজেলার উথরাইল গ্রামে নিজ বাড়ি আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে নিজামের মৃত্যু হয়।

সে করোনা উপসর্গ নিয়ে মারা যায় সন্ধেহে আদমদীঘি উপজেলা লাশ দাফন-কাফন কমিটির সভাপতি ও নির্বাহি কর্মকর্তাসহ কতৃপক্ষ সামাজিক দুরত্ব বজায় ও মুসলিম রীতিনীতি মোতাবেক নিজাম উদ্দীনের মরদেহ দাফন করেন।

এসময় নিজাম উদ্দীন তার স্ত্রী রোখসানা বেগমসহ পরিবারের অপর সদস্যদের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে মৃত নিজাম উদ্দীনের নেগেটিভ রিপোর্ট আসলেও তার স্ত্রী রোখসানা বেগমের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে রোখসানা বেগমকে উথরাইল গ্রামে বাড়ীতে আইসোলশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.