আদমদীঘিতে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রক্তদহ বিলের মাঝখানে খাড়ির চারা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে মাহবুব আলম বাদল (৪৫) একই গ্রামের মছির উদ্দিনের ছেলে চঞ্চল প্রামানিক (৩২) নওগাঁ সদরের কারিগর পাড়ার বুদুর ছেলে কাজল (৪৫) চকোজির গ্রামের রমজান প্রামানিকের ছেলে বেলায়েত প্রামানিক (৩৫) ও একই জেলার রানীনগর উপজেলার বালুঘোরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সবুজ শিকদার (২৭)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের নির্জনস্থানে খারিড় চারা নামক স্থানে এক দল জুয়াড়ি দীর্ঘদিন ধরে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার বোর্ডে থাকা ৭ হাজার ৫০ টাকা, দ্ইু সেট তাস ও একটি মাদুর জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.