আদমদীঘিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

শিশু নিকেতনের সিনিয়র শিক্ষক বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা ও বগুড়া জেলা পরিষদের মহিলা সদস্য মনজু আরা বেগম। বক্তব্য রাখেন বগুড়া জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শাখা সভাপতি গৌতম কুমার দাস, সহসভাপতি অরুন তালুকদার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা নাজমা বেগম- নিতাই কুমার সরকার প্রমূখ।

এতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, যেমন খুশি আকোঁ, আমার বাংলাদেশ চিত্রাঙ্গন, দেশাত্ববোধন গান, নজরুল ও রবিন্দ্র সংগীত, ছড়াগান ও লোক নৃত্য প্রতিযোগীতা হয়। অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

#

Comments are closed, but trackbacks and pingbacks are open.