আদমদীঘিতে জনশুমারী ও গৃহগননাকারিদের প্রশিক্ষণ সমাপ্ত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় জনশুমারী ও গৃহগননা-২২ এর শুমারীর গননাকারি ও সুপারভাইজার প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
রোববার রহিম উদ্দীন ডিগ্রী কলেজ হলরুমে ১ম ও ২য় ব্যাচের মোট ৮দিন সুপারভাইজার ও গৃহগনণাকারিদের প্রশিক্ষন শেষ হয়েছে।
আদমদীঘি উপজেলা পরিসংখ্যান অফিস সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় আগামী ১৫জুন হতে ২১ জুন পর্যন্ত অত্র উপজেলায় জনশুমারী ও গৃহগননা কার্যক্রম শুরু হবে। এজন্য মোট ১৬জন সুপারভাইজার ও ৮৪ জন গৃহগননাকারি নিয়োগ দেয়া হয়। এসব সুপারভাইজার ও গৃহগননাকারিদের ১ম ব্যাচের প্রশিক্ষন ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ও ২য় ব্যাচের প্রশিক্ষন ৯ জুন হতে ১২ জুন পর্যন্ত চলে।
প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। প্রশিক্ষক পরিচালনায় ছিলেন, উপজেলা সমন্বয়কারি রাইজেল ইসলাম, পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার সুমন কুমার সাহা, আইটি সুপারভাইজার আশিক ইসলাম। গতকাল রোববার প্রশিক্ষন শেষে প্রশিক্ষন গ্রহনকারিদের মাঝে ভাতার অর্থ, ট্যাপ, ব্যাগ, ছাতাসহ আনুসাঙ্গিক সরঞ্জামাদি প্রদান করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.