আদমদীঘিতে চাল মজুতের দায়ে চালকল মালিকের এক লাখ টাকা জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডিজিএম চালকলে অতিরিক্ত চাল মজুতের দায়ে মিল মালিকের এক লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সাইলো সড়কের পাশে উপজেলা নির্বাহি অফিসার নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন ও সহকারি কমিশনার (ভুমি) নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক যৌথ ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালকল মালিক মোতালেব হোসেনের এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আদমদীঘির সাইলো সড়কের পাশে ডিজিএম নামক একটি চাতাল ও চালকলে অতিরিক্ত চাল মজুত রেখেছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যামন আদালত টিম ওই চালকলে অভিযান চালিয়ে তার গুদামে অবৈধ ভাবে চুক্তির অতিরিক্ত চাল মজুত রাখার দায়ে অত্যাবশকীয় পন্য আইন ১৯৫৬ এ ধারা ৩ (২) (গ) ধারা অমান্য করার দায়ে চালকল মালিক মোতালে হোসেনের এ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু ও আইনশৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন। আদালতে জরিমানা টাকা পরিশোধ করায় মোতালেব হোসেনকে খালাস দেযা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.