আদমদীঘিতে গৃহবধূ ধর্ষণের চেষ্টা মামলার অভিযুক্ত আসামী ১৪ দিন যাবত অধরা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে টাকার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী ব্যবসায়ী আজিজুল হক (৪৫) ১৪ দিন যাবত অধরা রয়েছে। আসামীর স্বজনরা মামলা তুলে নিতে বাদি ও তার পরিবারকে নানা ভাবে চাপ দিচ্ছে বলে ভিকটিমের স্বামীর অভিযোগ।
উল্লেখ্য: আদমদীঘির মঙ্গলপুর গ্রামের সুতা ব্যবসায়ী আজিজুল হক পাশের শাওইল পশ্চিমপাড়ার ওই গৃহবধুকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল।
গত সোমবার (১৭ মে) দুপুরে আজিজুল হক উল্লেখিত গৃহবধুর মা‘কে খুঁজতে তার বাাবার বাড়ি শাওইল পশ্চিমপাড়ায় যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আজিজুল হক ওই গৃহবধুকে ঘরে নিয়ে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়।
এ ঘটনায় গত মঙ্গলবার (২৫ মে) রাতে নির্যাতনের শিকার গৃহবধু নিজেই বাদি হয়ে উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সুতা ব্যবসায়ী আজিজুল হককে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি উপ-পরিদর্শক প্রদীপ কুমার বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আসামী আত্মগোপনে রয়েছে। তবে তাকে গ্রেফতার বিভিন্ন স্থানে অভিযান চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.