আদমদীঘিতে গাঁজা এ্যাম্পলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও এ্যাম্পলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে সদস্যরা।

গতকাল সোমবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সান্তাহার এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ নওগাঁ বদলগাছি গ্রামের কয়া ভবানিপুর গ্রামের সাগর সরকারের ছেলে মিলন (৩০) ও ৭পিস এ্যাম্পলসহ উপজেলার ছাতিয়ানগ্রামের দবির সরকারের ছেলে রাজু আহম্মেদ ওরফে চিনু (২৮) কে গ্রেফতার করা হয়। পরদিন আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.