জলঢাকায় মিড – ডে মিল উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: শিক্ষা মন্ত্রনালয়ের এসডিজি-4 বাস্তবায়নে শিক্ষার মান নিশ্চিত করনের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় মিড -ডে মিল উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলমারি ইউনিয়নের শৌলমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান।

পরে বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সিনিয়র সাংবাদিক ও আরটিভি জেলা প্রতিনিধি হাসান রাজীব প্রধান, টেংগনমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান, শৌলমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শৌলমারি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেল,আনছারহাট দ্বি-মূখী দাখিল মাদরাসার সুপার গোলাম মোস্তফা ও সিংড়িয়া বালারডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ রায়,ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,ম্যানেজিং কমিটির সদস্য মকসুদার রহমান(আমিন) প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমান। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী করতেই সরকার এই মিড -ডে মিল চালু করার উদ্দ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন স্বাস্থসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে যেমন শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পুরন হবে তেমনি বিদ্যালয়ে লেখাপড়ার প্রতিও তারা মনোযোগী হবে।

শৌলমারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.