আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং-ডে উদযাপন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং-ডে যথাযথ ভাবে উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১০টায় আদমদীঘি থানা চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলামের নেতৃত্বে বাদ্যযন্ত্র সম্বলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র এএসপি কেএইচএম এরশাদ, উপজেলা নির্বাহি অফিসার আলহাজ¦ একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক পিন্টু, সালমা বেগম চাঁপা।

আরও বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক সাব্বির হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু প্রমূখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.