আদমদীঘিতে ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের ভবন নির্মান কাজের ভিত্তি উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে “একটি বাড়ী একটি খামার” ও পল্লী সঞ্চয় ব্যাংক প্রকল্প নিজস্ব অফিস ভবন নির্মান কাজের ভিত্তি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

আজ সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান এই ভবনের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন। এসময় ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক, নসরতপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান এ্যাড, সামছুল হক সাম, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, প্রকল্প সমম্বয়কারী ফাতেমা তুজ জোহরা, হাবিব হাসানসহ বিভাগীয় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার গ্রামাঞ্চলের দরিদ্রজনগোষ্টিকে স্বাবলস্বী করতে “একটি বাড়ী একটি খামার” প্রকল্পটি চালু করেন। এই ভবন নির্মানে ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.