আদমদীঘিতে একই রাতে দুই পরিবারের ৫ লাখ টাকার ৯টি গরু চুরি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মহাসড়কে সান্তাহার ফাঁড়ির পুলিশ টহল থাকা সত্বেও বগুড়ার আদমদীঘিতে মহাসড়কের পাশের বাড়ি থেকে একই রাতে দুই পরিবারের গোয়াল থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বড় ছোট ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (০৭ অক্টোম্বর) দিবাগত রাতে সংঘবদ্ধ গরুচোর চক্র উপজেলার উপড় পোঁওতা গ্রামের রুবেল ও তার চাচাতো ভাই হাসানের গোয়াল ঘরের দরজার তালা কেটে এই চক্রটি চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।

জানা যায়, আদমদীঘির উপড় পোওতা গ্রামের রুবেল ও তার চাচাতো ভাই হাসান দীঘদিন যাবত পৃথক খামার করে গরু লালন পালন করে আসছিল। তাদের খামারে বড় ছোট ৯টি গরু ছিল।

গতকাল বুধবার (০৭ অক্টোম্বর) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ গরুচোর চক্র গোয়াল ঘরে প্রবেশ তালা কেটে বড় ছোট ৯টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে তারা দাবী করেন।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান গরু চুরির বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরাই গরু উদ্ধারে সন্ধান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.