আদমদীঘিতে একই দিন বিষপানে গৃহবধুসহ দুইজনের আত্মহত্যা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারণে একই দিন আনিছুর রহমান (২৮) ও মারুফা আখতার নাহিদা (২৪) নামের গৃহবধুসহ দুইজন বিষপানে আত্মহত্যা করেছে।

আনিছুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া চকপাড়ার মৃত ছামছুদ্দিনের ছেলে ও নাহিদা নিমকুড়ি গ্রামের রাজ্জাকুলের স্ত্রী। তারা দুইজনই দুই সন্তানের জনক ও জননী।

আজ রোববার পৃথক গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় ইউ.ডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সকালে আনিছুর রহমান পারিবারিক কলহের জেরধরে বিষপান করে। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

অপরদিকে মারুফা আখতার নাহিদা একই দিন দুপুরে পারিবারিক কলহের জেরে স্বামী বাড়ি তিলছ গ্রামে বিষপান করে। তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাাল কলেজ হাসপাতালে নেয়া পথে বিকেলে মারা যায়।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক আত্মহত্যার বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.