আদমদীঘিতে অসৎ উদ্দেশ্যে গৃহবধুর ঘরে প্রবেশ করায় যুবক আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির কুন্দগগ্রামে দিনের বেলায় অসৎ উদ্দেশ্যে গৃহবধুর ঘরে প্রবেশ করায় গ্রামবাসি বায়েজিত আলী (২১) নামের এক যুবক ও গৃহবধু মমতা রানী বর্মন (২০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

বায়েজিত আলী আদমদীঘির কুন্দগ্রাম ইউপির তেতুলিয়াা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও মমতা রানী কুন্দ্রগাম হিন্দুপাড়ার জীবন চন্দ্র বর্মনের স্ত্রী।

পুলিশ ও গ্রামবাসি জানায়, জীবন চন্দ্র বর্মনের বাড়ী সংলগ্ন স্থানে একটি মুদি দোকান রয়েছে। আজ সোমবার সকালে জীবন বর্মন সংসারের কাজে বগুড়া যাওয়ায় তার স্ত্রী মমতা রানী ওই দোকানে বেচাকেনা করছিল। সকাল ১০টায় বায়েজিত দোকানে সামগ্রী কেনার জন্য মমতা রানীর দোকানে যায়। তাদের আগে থেকেই সম্পর্ক ছিল সেই সুযোগে বায়েজিত অসৎ উদ্যেশে মমতা রানীর ঘরে প্রবেশ করে। কিছু সময় কাটানোর পর গ্রামবাসি টের পেয়ে তাদের একই ঘরেই দুইজনকে হাতে নাতে আটক করে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেন। ওসি মনিরুল ইসলাম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.