আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ৮ ব্যবসায়ীকে চেক প্রদান


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির শাওইল বাজারে সুতার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল মালামাল পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের চেক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তার অফিসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত ক্ষতিগ্রস্থ্য ৮জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকার চেক প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা টুকটুক তালুকদার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসন।
গত ২৮ জুলাই রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের প্রসিদ্ধ শাওইল বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ন্কিান্ডে ৮টি সুতার দোকান ঘরের মধ্যে রাখা সুতা চাদর কম্বলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক ৮জন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে জনপ্রতি সাত হাজার ৫০০ টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.