আটোয়ারী হাসপাতালের দেওয়াল ঘেঁষে স্থাপনা উচ্ছেদের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ঘেঁষে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ , মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছে আটোয়ারীর সুশিল সমাজ।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম-এর আহবানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পাকা সড়কে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, গুঞ্জরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী তাছাফুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধার সন্তান আল মামুন বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন, একটি অর্থলোভী মহল বৃহত্তর স্বার্থের দিকে না তাকিয়ে নিজের পকেট ভারী করে একটি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় দাপটের সাথে হাসপাতালের দেওয়াল ঘেঁষে দোকান ঘর নির্মাণ করছে। এহেন কার্যক্রম সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।
অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলি হাসপাতালের সম্মুখ থেকে উচ্ছেদ করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে বিভিন্ন স্নোগান দিতে দিতে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.