আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দিপেন্দ্র নাথ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার আবু হানিফ,মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সা: সম্পাদক এ. রায়হান চৌধুরী প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যানগণ,বণিক সমিতির সভাপতি সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক,জুয়া, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
পুলিশ কর্তৃক চোরাই গরু উদ্ধার, চোরাকারবারীর বাড়ী থেকে ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করার বিষয়েও আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, সভায় বিভিন্ন বিষয়ে অনেক ফলপ্রসু আলোচনা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.