আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে মাদকাসক্ত যুবকের তিন মাসের কারাদন্ড

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদকাসক্ত যুবককে ধারালো চাকু সহ আটক করে ভ্রাম্যমান আদালতের রায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
জানাগেছে, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনায় গতকাল শনিবার (১৫ মে) দিবাগত রাতে এসআই শাহীন আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি রাত্রী কালীন টহল দল বের হয়। টহল চলাকালীন উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে গভীর রাতে এক যুবক ঘোরাফেরা করলে পুলিশের সন্দেহ হয়।
পুলিশের সন্দেহ হলে বাজারের গরু হাটি সংলগ্ন এলাকা হতে রাত প্রায় পৌনে একটার দিকে যুবককে আটক করে দেহ তল্লাশী করে। তল্লাশীর এক পর্যায়ে যুবকের প্যান্টের পকেট হতে একটি ধারালো চাকু উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত যুবক উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মোঃ জয়নাল আবেদীনের পুত্র লিটন বাবু (২৫)। সে একজন মাদকাসক্ত শিকার করলে তাৎক্ষনিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ)/(২)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে তিন মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন  ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
সংবাদ প্রেরক আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.