আটোয়ারীতে প্রধান শিক্ষক তৈমুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”– জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এই কঠিন সত্যটিকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ তৈমুর রহমান-এর অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আটোয়ারী উপজেলা শাখা’র আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। প্রধান শিক্ষক কল্যান কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন।
আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, প্রধান শিক্ষক মোছাঃ আনোয়ারা বেগম প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান তার অনুভুতি ব্যক্ত করে আবেগ আপ্লুত হয়ে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন কর্মদক্ষ,বিনয়ী,,ভদ্র,সদালাপী ও হাস্যোজ্জল ছিলেন। বক্তাগণ তার অবসর জীবন সুস্বাস্থ্য ও স্বাচ্ছন্দময় কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.