আটোয়ারীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন সহ খাদ্য সামগ্রী বিতরণ


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পরিদর্শন সহ উপকারভোগী পরিবারদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
আজ শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী এলাকার আশ্রয়ন-২ প্রকল্পের বরাদ্দকৃত ‘ক’ শ্রেণির নতুন ঘর পরিদর্শন শেষে উপকারভোগীদের মাঝে খাদ্য সমাগ্রীর প্যাকেজ (চাল,ডাল, লবন, আলু ও সোয়াবিন তেল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে খাদ্য সামগ্রীর প্যাকেজ অন্যান্য উপকারভোগীদের বাড়ীতে পৌছে দেয়া হয়। পরিদশর্ন ও বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, বারঘাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জু আহম্মেদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে প্রাপ্ত তথ্যমতে আটোয়ারী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন দফায় ১৯০ টি ঘর বরাদ্দ পাওয়া যায়। প্রথম দফায় ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৭০টি, দ্বিতীয় দফায় ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৭০টি এবং তৃতীয় দফায় ১কোটি টাকা ব্যয়ে ৫০টি ঘর নির্মিত হচ্ছে।
এরমধ্যে ১৪৫টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে।বাকী ৪৫টি ঘরের কাজ চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৯০টি ঘরের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.