আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” স্নোগান নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারীতে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (১৭ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন প্রিন্স, বিএডিসি (বীজ) পঞ্চগড়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজাহারুল ইসলাম, পঞ্চগড় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মোঃ আবু এহিয়া। পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় ১০০জন পাটচাষী অংশ গ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.