আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা আইসিটি অফিসার মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি জাতীয় কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে শিশুদের অধিকার,চাহিদা, তাদের প্রতি সহনশীল আচরন, শারীরিক ও মানসিক বিকাশে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দীন।
কন্যা শিশুদের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ারা বেগম। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে যোগ্য করে গোড়ে তোলা পিতার দায়িত্ব। যোগ্য সন্তান সমাজের বোঝা নয় সম্পদ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেলাই প্রশিক্ষনের প্রশিক্ষনার্থী সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.