আটোয়ারীতে আলোয়াখোয়া রাস মেলা উদ্বোধন


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মেলা কমিটির আয়োজনে সোমবার (৭ নভেম্বর) সন্ধায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় আলোয়াখোয়া রাস মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আলোয়াখোয়া রাস মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক।
বক্তাগণ বলেন, আলোয়াখোয়া মেলার ঐতিহ্য ধারণ করতে সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকবে। এ মেলা একমাস স্থায়ী থাকবে। মেলায় গরু, মহিষ,ঘোড়া,ছাগল,ভেড়া, স্টীল ও কাঠের ফার্নিচার, জুতা, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে ক্রয় বিক্রয় শুরু হয়েছে।
এখানে আইন-শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। মেলায় কেহ কোন অপরাধে জড়িত হলে সাথে সাথে অপরাধীকে আটক করে আইনের আওতায় নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.