আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো- স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে বেলা ১১ টায় র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মহড়ায় মিলিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আটোয়ারী ইউনিটের অফিস ইনচার্জ মাইন উদ্দিনের নেতৃত্বে ইউনিটের সদস্যরা মহড়া প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আটোয়ারী উপজেলা অফিস ইনচার্জ মোঃ মাইন উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে পিআইও লতিফুর রহমান বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশী সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান তিনি।
এসময় ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী , শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.