আজ রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী যাচ্ছেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সেনানিবাসে পৌঁছানোর কথা রয়েছে তার। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রাজশাহী সেনানিবাস সূত্রে প্রধানমন্ত্রীর এই সফরসূচি নিশ্চিত হওয়া গেছে।

সেখানে বেলা সাড়ে ১১টায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর’র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। সেনানিবাসের অনুষ্ঠান শেষেই প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করবেন। এদিন রাজশাহীতে তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্টান্ডার্ড) তুলে দেবেন এবং প্যারেড পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, এরআগে গত বছরে ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী নগর ও জেলায় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

নতুন সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.