আজ দেশজুড়ে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মজয়ন্তী

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ সারাদেশের সাথে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী।
এই উপলক্ষ্যে জোড়সাঁকোর ঠাকুর বাড়ীতে বিশেষ প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হল। সারদিন ধরে রয়েছে কবিতর্পন। সাধারণের জন্য আজ সারাদিন খোলা থাকবে ঠাকুরবাড়ি। ইতিমধ্যেই মানুষজন সেখানে যাতায়াত শুরু করে দিয়েছেন।
পাশাপাশি শান্তিনিকেতনেও সকালে এক বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। আশ্রমিক সহ সমাজের বিভিন্ন মানুষজন এই অনুষ্ঠানের সামিল হয়েছেন।চলছে সঙ্গীত ও কবিতা পাঠ।
আজ রাজ্য সরকারের তরফ থেকেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রবীন্দ্রসদনের মূল ফটকে কবিগুরুকে মাল্যার্পণ করা হয়। একে একে বিশেষ অতিথিবর্গ ও সমাজের বিভিন্ন মানুষজন পুস্পার্ঘ্য অর্পণ করেন।
বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গন সহ একাধিক জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের সর্বত্র এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
পাশাপাশি বিদেশেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
আজ দিনভর বৃষ্টির জন্য অনুষ্ঠানের কিছু কাটছাট হলেও আগামী পনেরদিন ধরে রবীন্দ্র জন্মৎসব চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.