আজ থেকে কোভিড টীকাকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

(আজ থেকে কোভিড টীকাকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত)
কলকাতা প্রতিনিধি: বিশ্বের সব থেকে বড় টীকাকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত ৷ সরকারের তরফে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে যে কীভাবে সাধারণের কাছে সহজেই এই টীকা পৌঁছে দেওয়া হবে ৷ এই বিষয়ে ন্যাশনাল কোভিড টাস্ক ফোর্সের হেড ডাঃ বিনোদ পাল নিউজ ১৮-কে বিস্তারিত জানিয়েছেন ৷
ডাঃ বিনোদ পাল জানিয়েছেন, কোভিড টীকাকরণের জন্য সরকার, ইন্ডাস্ট্রি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মিলে একটি টিম হিসেবে কাজ করছেন ৷ প্রথম পর্যায়ে দেশের ৩০ কোটি মানুষকে টীকা দেওয়া হবে ৷
ভ্যাকসিন সাপ্লাই নিয়ে জানিয়েছেন দেশে ৩১টি বড় স্টক হাব হবে ৷ এই স্টক হাব থেকে রাজ্যের ২৯ হাজার ভ্যাকসিনেশন পয়েন্ট পর্যন্ত ভ্যাকসিনের সাপ্লাই করা হবে ৷ যাঁরা ফ্রন্ট লাইনে কাজ করছেন যেমন স্বাস্থ্যকর্মীরা তাঁদের আগে টীকা দেওয়া হবে ৷ প্রথম পর্যায়ে দেশের সমস্ত মানুষ টীকা পাবেন না ৷ হাই রিস্কে থাকা ব্যক্তিদের প্রথমে ভ্যাকসিনেশন লিস্টে সামিল করা হবে ৷
শোনা যাচ্ছে বৃহস্পতিবার এক্সপার্ট প্যানেল সীরম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভ্যাকসিন কোভিশিল্ডকে এমারজেন্সি ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিয়েছে ৷ এবার ডিজিসিএ-কে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ৷ ব্রিটেনে এই ভ্যাকসিনকে এমারজেন্সি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.