আজ ইমরান খান আজাদ কাশ্মীর যাচ্ছেন

 

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে আজ বুধবার আজাদ কাশ্মীর যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান ঘোষিত কাশ্মীর সংহতি দিবসে মোজাফফরাবাদের অ্যাসেম্বলিতে ভাষণ দিবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিস এক বিবৃতিতে জানায়, ১৪ আগস্ট বুধবার কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস পালনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সে উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার আজাদ কাশ্মীর সফর করবেন।

এসময় তিনি আজাদ কাশ্মীরের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাশ্মীর সংকট নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তৃতা দেবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.