আজীবন জনগনের সেবক হিসেবে কাজ করবো : পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার জনগন ৩৭ বছর শোষনের শিকার হয়েছে। অতিথি পাখির মত নেতারা জনগনকে প্রতারিত করে ভোট নিয়ে ধোকা দিয়েছে। তারা জনগনের কল্যানের জন্য কাজ করেনি, তারা নিজেদের কথা ভেবেছে। ১০ বছর আগে দায়িত্ব নেয়ার পর সিংড়ার অবহেলিত জনপদকে দ্রুত উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হয়েছি। মানুষের চাহিদা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ তা পুরন হয়েছে। গ্রামের মানুষ এখন শহরের সুযোগ পাচ্ছে।১০ বছরে সিংড়া নিরাপদ, আধুনিক জনপদে পরিনত হয়েছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে সিংড়ার তরুনদের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।

তিনি আজ সোমবার সকাল ১১ টায় সিংড়া কমিউনিটি সেন্টারে আনন্দ স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

আনন্দ স্কুলের টিসি মেহেরুন নেসার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ পাটোয়ারি, শিক্ষক মাসুদ রানাপ্রমূখ। পরে তিনি শিক্ষা উপকরন বিতরন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.