আজারবাইজানের তিন বছরের শিশুর কুরআন মুখস্থ , বিশ্বব্যাপী আলোড়ন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কআজারবাইজানের এক শিশু বয়স মাত্র তিন বছরপবিত্র কুরআন মুখস্ত করায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে।

এই শিশুর এমন দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে।

এই শিশুর মা জানান, জাহারা গর্ভে থাকা অবস্থায় বেশি করে কুরআন তেলাওয়াত করতেন। এছাড়া উচ্চস্বরের কুরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতেন।

তিনি আরও জানান, জাহরার জন্মের পর ছড়া কিংবা কবিতার পরিবর্তে জাহরাকে ঘুম পাড়াতে কুরআনের ছোট ছোট সুরাগুলো তেলাওয়াত করতেন।

জাহারার মা জানান, তার মেয়ের বয়স যখন ১ বছর তখন থেকেই জাহরা তেলাওয়াত করা ছোট ছোট সুরাগুলো তার সঙ্গে তেলাওয়াতের চেষ্টা করছে।

মেয়ের এমন আগ্রহ দেখে কুরআন তেলাওয়াত বাড়িয়ে দেন জাহারার মা।

 

এভাবেই ৩ বছর বয়সে মায়ের কাছ থেকে শুনে শুনে জাহরা পবিত্র কুরআনের ৩৭টি সুরা মুখস্থ করে ফেলেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.