‘আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া-তারেক রহমান’

 
বিটিসি নিউজ ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, সংবিধান অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ এরা দুজনই দুর্নীতি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। এ নিয়ে বির্তক করা আদালত অবমাননার সামিল বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। সে প্রক্রিয়া সরকারই করবে।
আজ মঙ্গলবার টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘তারেক রহমান যেহেতু তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছে। তাহলে প্রশ্ন থাকে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন।’
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তিনি বলেন, বিএনপি মিথ্যাচার করছে। তাকে যথাযথ চিকিৎসাসহ সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। সরকার যদি মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তাই করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.