আগামীতে রাজশাহী হবে খেলাধূলা সাংস্কৃতি চর্চার নগরীর : মেয়র লিটন

 

:লীগ প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিগত সময়ে আমি মেয়র থাকাকালে রাজশাহীতে কাউন্সিলর গোল্ডকাপ টুর্নামেন্ট হয়েছিল, এছাড়া আরো বিভিন্ন খেলাধূলার চর্চা হয়েছে। সাংস্কৃতিক চর্চায় প্রাণবন্ত ছিল রাজশাহী। কিন্তু গত ৫ বছরে রাজশাহীতে সব থেমে ছিল। আমি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছি আগামীতে রাজশাহী হবে খেলাধূলার নগরী, সাংস্কৃতি চর্চার নগরী, সব মিলে প্রাণচ্ছ্বল নগরী।

আজ বুধবার সন্ধ্যায় নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে ক্লেমন ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিকাপাড়া তরুণ সংঘ ১৯তম এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

তরুণ সংঘের সভাপতির নাজমুল হুদা বুলবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়রপতœী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল আমিন আজব, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.