আগামীকাল ভূমি পুজো রামমন্দিরের

কলকাতা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল বুধবার (০৫ আগস্ট) শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ সেই উপলক্ষে অযোধ্যায় ভূমি পুজোর আয়োজন করা হয়েছে ৷ এমনিতেই করোনা সংক্রমণের জেরে অযোধ্যায় এখন তীর্থযাত্রীদের ভিড় কম৷ তা সত্ত্বেও সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে পরিষ্কার, পরিচ্ছন্নতার উপরে ৷
আগামীকাল বুধবার (০৫ আগস্ট) ভূমি পুজোর আগে গৌরী গণেশ পুজো হয়েছে অযোধ্যায়। এদিন সকাল আটটা থেকে পুজো শুরু হয়। পুজোর আয়োজনের তদারকি করেন স্বয়ং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামীকাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত দিয়েই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
পাঁচটি গ্রহের চিহ্ন হিসেবে পাঁচটি রূপোয় মোড়া ইঁট স্থাপন করা হবে রামমন্দিরের ভূমিতে। প্রথম ইঁটটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী নিজে। বিশ্ব হিন্দু পরিষদ চায় নাগার ঘরাণার বিষ্ণুমন্দিরের ধাঁচেই গড়ে উঠুক রামমন্দি। আর গর্ভৃগৃহটি হোক অক্টাগনাল আকৃতির আটটি কোণ বিশিষ্ট।
অযোধ্যার রাস্তাঘাটও মেরামত করা হচ্ছে৷ অনুষ্ঠানের দিন অবশ্য নিরাপত্তার কারণেই সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে৷ রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যায় যেন শুরু হয়েছে অকাল বোধনের মত অকাল দেওয়ালি। পুজো উপলক্ষ্যে সেজে উঠছে অযোধ্যার একাধিক জায়গা।
আলো দিয়ে সাজানো হয়েছে বহু মন্দির, গুরুত্বপূর্ণ ভবন। সনাতনী হিন্দু বিশ্বাস, হলুদ হল শুভ রঙ।, তাই যে কোনও পুজোপাঠেই হলুদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। অযোধ্যায় যে পথে প্রধানমন্ত্রী যাবন, তার দুই ধার একেবারে হলুদে মুড়ে ফেলা হয়েছে ৷
আগামীকাল অযোধ্যা জমি বিতর্কের অন্যতম মামলাকারী ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দিরের ভূমি পুজোয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি খুশি। রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় অন্যতম মামলাকারী ছিলেন ইকবাল আনসারির বাবা হাসিম আনসারি ৷ পরে ইকবাল মামলাটি লড়েন ৷ বুধবারের রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপুজো অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রিত ভিভিআইপিদের তালিকায় রয়েছে ইকবালের নাম৷ সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন এবং  ভূমি পুজো অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় তিনি বলেন ‘অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র পেয়েছি, এটা রামের ইচ্ছাই বলতে হবে। আমি আমন্ত্রণ গ্রহণ করেছি।”
জানা যাচ্ছে, মোদি সকাল ১১টায় অযোধ্যায় পৌঁছবেন৷ ঘণ্টা তিনেক সেখানে থাকবেন ৷ প্রথমে হনুমানগরহিতে গিয়ে হনুমান পুজোয় অংশ নেবেন৷ তারপর যাবেন মানস ভবনে, যেখানে রামলালাকে রাখা হয়েছে ৷ শেষে অংশ নেবেন রাম জন্মভূমি ভূমিপূজনে। ৫ অগাস্ট ১২.১৩ মিনিটে হবে ভূমি পুজোর অনুষ্ঠান। ভূমি পুজো চলবে ১ ঘণ্টা ধরে। পুজো করবেন বারাণসীর পুরোহিতরা ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.