আগামীকাল নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা প্রতিনিধিএকাদশ জাতীয় নির্বাচনে এলাকাভিত্তিক নানা অনিয়মের তথ্য নিয়ে স্মারকলিপি দিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সকল প্রার্থী নির্বাচন কমিশনে যাবেন।

আজ বুধবার নির্বাচন কমিশনে দেওয়া এক চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান।

ওই চিঠিতে মির্জা ফখরুল বলেন: ‘‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের একযোগে স্মারকলিপি দাখিল প্রসঙ্গে সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেপ্তার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থিতা বাতিল বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্য উপাত্তসহ একটি স্মারকলিপি দাখিলের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীগণ একযোগে নির্বাচন কমিশনে উপস্থিত হবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.