আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, মৃত ৬৮, বিশ্ব জুড়ে করোনার থাবা

কলকাতা প্রতিনিধি: নিজাম উদ্দিনের সমাবেশ থেকে দিল্লিতে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা বলে মনে করছেন বহু চিকিৎসক ৷ রাজধানীতে এখন করোনা আক্রান্ত ৩৮৬।
এ যাবৎ মৃত্যু হয়েছে ৬জনের। কেরলে এখনও পর্যন্ত আক্রান্ত ২৯৫ জন। মৃত্যু হয়েছে ২জনের। তেলঙ্গানায় করোনায় আক্রান্ত ১৫৮, মৃত ৭ জন।  মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত ১০৪, মৃত ৬ জন। গুজরাতে আক্রান্তের সংখ্যা ৯৫ , সেখানে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে  ৯ জনের।
মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী ৷ সেখানে আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। আজ শনিবার (০৪ এপ্রিল) সকালের পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৪১১। মৃত্যু হয়েছে ১ জনের।
এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রক সূত্রের জানা যাচ্ছে , এখনও পর্যন্ত ১৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৷ এই মুহূর্তে দেশজুড়ে আক্রান্ত কমপক্ষে ২৯০২ জন। মৃত্যু হয়েছে ৬৮ জনের। এরই মধ্যে আজ শনিবার (০৪ এপ্রিল) এক লাফে প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেল করোনা আক্রান্তের সংখ্যা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.