আকাশে দুই বিমান’র মুখোমুখি সংঘর্ষে মার্কিন আইনপ্রণেতাসহ নিহত ৭ জন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে  অঙ্গরাজ্যের একজন আইন প্রণেতাসহ  ৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।  

জানা যায়, বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান পরিচালনা করছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও একজন গাইড।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর কেনাই পেনিনসুলার সলডটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়।

আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। (সূত্র: নিউইর্য়াক টাইমস ও রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.