আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত ॥ চাঁপাইনবাবগঞ্জে ওদুদ-জিয়াউর-শিমুল নৌকার মাঝি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত করেছে আওয়ামীলীগের নির্বাচন মনোনয়ন বোর্ড। মনোনয়ন চুড়ান্তের তালিকায় চাঁপাইনবাবগঞ্জে নৌকার মাঝি হিসেবে স্থান পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের পরপর ২বার নির্বাচিত সফল সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও চাঁপাইনবাবগঞ্জ-২(গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মু. জিয়াউর রহমান। অনেক জল্পনা-কল্পনা শেষে আওয়ামীলীগের নির্বাচনী বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনের চুড়ান্ত মনোনয়নে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাবেক এমপি ও মু. জিয়াউর রহমান এর চুড়ান্তের বিষয়টি রবিবার সকালে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান।

উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে আওয়ামীলীগের ৪৫জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments are closed, but trackbacks and pingbacks are open.