আইরিশদের ভালো শুরু, তাসকিনের জোড়া আঘাত

বিটিসি স্পোর্টস ডেস্ক: সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। ক্রিজে রয়েছেন গ্যারেথ ডেলানি ও হ্যারি টেক্টর।
এর আগে, পাওয়ার প্লের প্রথম ৬ ওভার বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবর্নি। ম্যাচের চতুর্থ ওভারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে স্টার্লিং ফিরলেও উইকেটে ছিলেন বালবর্নি। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তাসকিনের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটেন আইরিশ এ ওপেনার। এরপর তাসকিনের দ্বিতীয় শিকার হয়ে ৯ রান করে মাঠ ছাড়েন জর্জ ডকরেল।
আইসিসির টেলিভিশন প্রোডাকশন না থাকায় এ ম্যাচটিও দেখা যাবে না কোনও টেলিভিশন চ্যানেলে।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। তার আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.