BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সচেতনতা কার্যক্রম

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সচেতনতা কার্যক্রম

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজে আর্থিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শাহ্ নেয়ামতউল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন জরুরি।

ব্যাংকিং ও আর্থিক সেবার সঙ্গে পরিচিতি তরুণ প্রজন্মকে আত্মনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক।

তিনি বলেন, আর্থিক সচেতনতা কর্মসূচির মাধ্যেমে ব্যাংকিং সেবা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে। তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম আর্থিক সচেতনতার মাধ্যমে নিজেকে ও সমাজকে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে ব্যাংকের মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার তৌহিদ আহমেদ ‘আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবা’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।কর্মসূচিতে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তা এবং প্রতারণা প্রতিরোধের উপায়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : মির্জা ফখরুল পঞ্চগড়ে ৩৩ হাজারের সৌরবাতি দাম দেখানো হয়েছে এক লাখ ৩৩ হাজার আটোয়ারীতে কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা আটোয়ারীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, আটক-৩ রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজন গ্রেপ্তার ইসলামপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ সরকারি হাসপাতাল সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা দাবিতে মানববন্ধন (ভিডিও) বাগেরহাটে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত