অস্ট্রেলিয়ান ওপেন থেকে সিওনতেকের বিদায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: আজ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বাছাই চেক প্রজাতন্ত্রের লিন্দা নোসকোভার কাছে হেরে গেছেন বিশ্বের ১ নম্বর নারী খেলোয়াড় ইগা সিওনতেক। টানা দুই গ্র্যান্ড স্ল্যামের চ্যাম্পিয়ন সিওনতেক অস্ট্রেলিয়ান ওপেনেও ছিলেন হট ফেভারিট।
তবে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমের হারে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন তার আরও লম্বা হলো।
সিওনতেক শুরুটা করেছিলেন চেনা মেজাজে। সহজেই জিতে নেন প্রথম সেট। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ছন্দপতন হলো তার। গুরুত্বপূর্ণ প্রথম সার্ভিস ঠিকমতো করতে পারছিলেন না। বাড়তে শুরু করে আনফোর্সড এররের সংখ্যাও। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের লাগাম নিয়ে নেন নোসকোভা।
বিশ্বের ৫০ নম্বর খেলোয়াড় নোসকোভার কাছে হারের পর সিওনতেক জানালেন, বেশি চাপ নিয়ে ফেলার মূল্যই দিয়েছেন তিনি, ‘আমি তাড়াহুড়া করেছি। নিজের স্বাভাবিক খেলাটা আমি খেলিনি। এটা বলতেই পারি, অন্যান্য টুর্নামেন্টের চেয়ে এখানে একটু বেশি চাপ নিতে হয়েছে, বিশেষ করে প্রথম দুই রাউন্ডে। ’
পোলিশ তারকা একাধিক ব্রেক পয়েন্টও কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় সেটে ৩-৬ ব্যবধানে হেরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে যান তিনি। সেই চাপ কাটিয়ে উঠতে পারলেন না ম্যাচের শেষ পর্যন্ত। তৃতীয় সেট ৪-৬ ব্যবধানে হেরে ছিটকে গেলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ড থেকেই।
সিওনতেকের হারে মেয়েদের বিভাগের শীর্ষ দশের মাত্র তিনজনই টিকে রইলেন। টিকে থাকা শীর্ষ দশের তিনজন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফ ও বারবোরা ক্রেইচিকোভা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.