অসম্ভবকে সম্ভব করে দূষণহীন শহর গড়ছে সৌদি!

(অসম্ভবকে সম্ভব করে দূষণহীন শহর গড়ছে সৌদি!)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কার্বন নিঃসরণ সহ সব ধরনের দূষণহীন অত্যাধুনিক সুযোগ-সুবিধার একটি শহর তৈরী করছে সৌদি আরব। নতুন প্রজন্মের জন্য তৈরী এ শহরটিতে চলবে না কোনো গাড়ি, থাকবে না দূষণ।
 প্রকল্পটি বাস্তবায়নে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার মানুষের। জর্ডান ও মিসর সীমান্ত সংযুক্ত এই শহর দিয়ে সৌদি অর্থনীতির ব্যাপক উন্নতির আশা করা হচ্ছে।
নতুন এই শহরে গাড়ি চলাচল বা কার্বন নিঃসরণের মতো কোনো জিনিস থাকবে না। তবে শহরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকবে অগ্রসর বা অত্যাধুনিক।
এটি নতুন প্রজন্মের শহরের ‘মডেল হয়ে থাকবে’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.