অবৈধ পন্থায় কমিটি গঠনের অভিযোগ এনে নাটোরে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের

নাটোর প্রতিনিধি:  গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধ পন্থায় কমিটি গঠন করায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টন ঐক্য পরিষদের নব গঠিত নাটোর জেলা কমিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করা হয়েছে।

আজ দুপুরে বুধবার (৩০ অক্টোবর) ২০১৯ তারিখে নাটোর সদর সহকারি জজ আদালতে যৌথভাবে মামলাটি দায়ের করেন এডহক কমিটির সদস্য সচিব শিতাংশু ভাট্টাচার্জ সহ ৩ জন। মামলায় হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টার ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত, সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী ও নব গঠিত নাটোর জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৭ জনকে বিবাদি করা হয়েছে।

শুনানী শেষে বিচারক শংকর বিশ্বাস নব গঠিত কমিটির বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারী করা হবেনা ৫ দিনের মধ্যে কারণ দর্শনোর জন্য নতুন জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন। গত ১৮ অক্টোবর চিত্তরঞ্জন সাহাকে সভাপতি ও সুব্রত সরকারকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় জেলা কমিটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.