অবিরাম বৃষ্টি, সাতক্ষীরায় বাধের ৩৫টি পয়েন্ট ঝুকিপূর্ণ

সাতক্ষীরা প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় অবিরাম বৃষ্টি চতুর্থ দিনের মত অব্যাহত রয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ এবং নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এতে দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম বিপাকে এবং স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধগুলো চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই এলাকার মানুষেরা চরম দুর্বিসহ ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার রায়হান জানান, গত ২৪ ঘন্টায় ৬১মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বিটিসি নিউজকে জানান, নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও ভাঙনের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরায় ৮শ’ কি.মি. বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩৫টি পয়েন্ট ঝুকিপূর্ণ রয়েছে।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বিটিসি নিউজকে জানান উপকুলীয় এলাকার বাধগুলো চরম ঝুকিতে রয়েছে। যেকোন সময় ভেঙে যেতে পারে এবং এমন পরিস্থিতি মোকাবেলা করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.