অবশেষে চিকিৎসার জন্য লন্ডনে নওয়াজ শরিফ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওয়ানা হন তিনি। পরে দোহা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

এই সময় তার সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরে ও ফুল দিয়ে বিদায় জানান। নওয়াজ শরিফ দু’টি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার ২০ দিন পর গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) চিকিৎসার জন্য বিদেশে গেলেন। তার সফরসঙ্গী হয়েছেন তার ভাই শাহবাজ শরিফ ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান।

নওয়াজের দল পিএমএল-এন নেতা রশীদ পারভেজ বলেন, নওয়াজ শরিফ দুই ঘণ্টার জন্য দোহায় যাত্রাবিরতি করবেন। এরপর তিনি লন্ডনে গিয়ে চেকআপ করার পর বোস্টনে যাবেন। (সূত্র: দ্য ডন) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.