অবশেষে ঈশ্বরদীর পাকশী-ভেড়ামারা নৌকা ঘাটের চাঁদার দায় মুক্ত হওয়ার সমঝোতা বৈঠক হয়েছে পাকশী পুলিশ ফাঁড়িতে – পর্ব–৩


ক্রাইম (পাবনারিপোর্টার: বিশেষ সুত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৯ জুন) বেলা আনুমানিক সাড়ে এগারোটায় নৌকা ঘাটের মাঝিদের নিয়ে সমঝোতার বৈঠক হয়েছে পাকশী পুলিশ ফাঁড়িতে। এসময় উপস্থিত ছিলেন নৌকার বেশ কয়জন মাঝি ও পাকশী এলাকার জনৈক সামস এবং ফাঁড়ি পুলিশ।

সুত্র মতে জানায়ায়, জনৈক সামস ও লালন গং নৌকা ঘাটের মাঝিদের নিকট থেকে জোড় পূর্বক প্রতি যাত্রীর মাথা পিছু ১০টাকা করে চাঁদা আদায় করছিল।

বিষয়টি বিটিসি নিউজে ধারাবাহিক ভাবে প্রকাশ পাওয়ার কারনে পাকশী পুলিশ ফাঁড়ী গতকালকের এই বৈঠকে ডাকেন মাঝিদের।

নাম প্রকাশ না করার শর্তে ও বৈঠকের একজন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, প্রতি সপ্তাহে ৯টি নৌকার মাঝিকে ৯শ করে টাকা দিতে হবে সামস নামক ঐ যুবককে।।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.