অবরোধের প্রভাব নেই বুড়িমারী স্থলবন্দরে

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
ব্যবসায়ীরা জানান, অবরোধ ঘোষণা করলেও সাপ্তাহিক ছুটির দিনে কোনো কর্মসূচি থাকে না। তাই এ দুদিন জরুরি পণ্য বন্দর এলাকার কাছাকাছি পৌঁছে রাখছেন ব্যবসায়ীরা।
শ্রমিকরা জানান, বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। শুধু বন্দরের বাইরে পণ্য পাঠানো ও পরিবহন করায় কিছুটা ভাটা পড়েছে। তবে উভয় দেশে ট্রাক যাওয়া-আসা আগের মতোই স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুর হাসান কবির বলেন, ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্র্যাফিক) গিয়াস উদ্দিন বলেন, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হরতাল-অবরোধের কোনো প্রভাব নেই এখানে। কিন্তু আমদানি-রপ্তানি পণ্য বাইরের জেলায় যাতায়াত কমে যাওয়ায় বন্দরে ট্রাক কমেছে। দৈনিক গড়ে ৩০০ ট্রাক বন্দরে ভিড়ার কথা থাকলেও বৃহস্পতিবার মাত্র ১৭৯টি ট্রাক বন্দরে আসে। যা অন্যদিনের তুলনায় কম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.