অপরিবর্তিত রেখেই প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা নিয়োগে প্রজ্ঞাপন জারি

 

ঢাকা প্রতিনিধি: মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।রাষ্ট্রপতি আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রজ্ঞাপনটি সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১) এ প্রদত্ত ক্ষমতাবলে অদ্য ২৪ পৌষ ১৪২৫/৭ জানুয়ারি ২০১৯ তারিখে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক তাদেরকে তাদের নামের পাশে উল্লেখকৃত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার হলেন- রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল(অব:) তারিক আহমেদ সিদ্দিক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়,  উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গেল সাত জানুয়ারি নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.